ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাভারে নানা আয়োজনে শিক্ষা সপ্তাহ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
সাভারে নানা আয়োজনে শিক্ষা সপ্তাহ উদযাপন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা) : ‘সাক্ষরতা আর দক্ষতা, টেকশই সমাজের মূল কথা’ স্লোগান সামনে রেখে সাভারে নানা আয়োজনে উদযাপিত হলো আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ-২০১৫।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে সাভার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান।



শিক্ষা সপ্তাহ উপলক্ষে প্রথমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাভার উপজেলা প্রসাশন চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সাভার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে সাভার উপজেলা অডিটোরিয়ামে দু’দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি।

সাভার সহকারী কমিশনার (ভ‍ূমি) মো. যুবায়েরের সভাপতিত্বে এসময় সাভার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার মেনজিসসহ উপজেলা প্রসাশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।