ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
রাজপথে শিক্ষার্থীদের বিক্ষোভ ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি’র ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে রাজপথে নেমেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার পর রাজধানীর বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরা ও রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।



ঘটনাস্থল থেকে বাংলানিউজের করেসপন্ডেন্টরা জানাচ্ছেন, সকাল থেকেই শিক্ষার্থীরা স্ব স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হয়ে সোয়া ১০টার পর রাজপথে নেমে বিক্ষোভ শুরু করেন। দাবি আদায়ে ‘লাখো ছাত্রের একই স্বর, ভ্যাট দেবো না গুলি কর’, ‘নো ভ্যাট অন এডুকেশন’, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড হলে, ভ্যাট কেন?’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।

প্রথমে, রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা পর্যন্ত সড়কে নেমে অবরোধ শুরু করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এরপর বারিধারায় যমুনা ফিউচার পার্ক সংলগ্ন সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। উত্তরা হাউস বিল্ডিং এলাকার সড়কে নেমে বিক্ষোভ করছেন উত্তরা ইউনিভার্সিটি, কলাবাগান থেকে শংকর পর্যন্ত সড়কে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং বনানী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে এসব এলাকার সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে দুঃসহ ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী সাধারণ মানুষ। অনেককে রিকশা-সিএনজি ভাড়া করে ভেঙে ভেঙে, এমনকি পায়ে হেঁটে কর্মস্থলের উদ্দেশে রওয়ানা দিতেও দেখা গেছে।

বনানী মোড় থেকে বাংলানিউজের স্পেশাল করেসপন্ডেন্ট সেরাজুল ইসলাম সিরাজ জানান, এ মোড়ে আইইউবি শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এ কারণে মহাখালী ফ্লাইওভারের জাহাঙ্গীর গেট সংলগ্ন অংশ থেকে বনানী ফ্লাইওভার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এসব এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য সতর্কাবস্থানে রয়েছেন বলেও জানান তিনি।

বারিধারা এলাকা থেকে আরেক স্পেশাল করেসপন্ডেন্ট এসএম আব্বাস জানান, সকাল সাড়ে ১০টার পর নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যমুনা ফিউচার পার্কের সামনে প্রগতি সরণিতে অবস্থান নেন। তারা সুপ্রভাত পরিবহনের একটি বাস সড়কে আড়াআড়িভাবে রেখে তার ওপর অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিভিন্ন দাবিতে লেখা এ স্লোগানের মধ্যে রয়েছে, ‘লাখো ছাত্রের একই স্বর, ভ্যাট দেবো না গুলি কর’, ‘নো ভ্যাট অন এডুকেশন’, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড হলে, ভ্যাট কেন?’ ইত্যাদি।

এখানে শিক্ষার্থীদের অবস্থানের কারণে কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলেও জানান তিনি।

রামপুরা ব্রিজ থেকে মেরুল বাড্ডা পর্যন্ত সড়কে শিক্ষার্থীদের অবস্থানস্থল থেকে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট নুরুল আমিন জানান, কেবল টিউশন ফিই নয়, শিক্ষা ব্যবস্থার ওপর ভ্যাট প্রত্যাহার দাবির বিভিন্ন স্লোগানে এ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তাদের কর্মসূচি শুরুর আগে সকালে ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ফরাস উদ্দিন টিউশন ফির ওপর ভ্যাট না নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা মানেননি।

তাদের সড়ক অবরোধের কারণে রামপুরা, হাতিরঝিল, বনশ্রী, বাড্ডা এলাকার যানচলাচলেও স্থবিরতা এসেছে বলে জানান তিনি।

ধানমন্ডি থেকে আরেক স্টাফ করেসপন্ডেন্ট কাজী নাজমুল হক ফয়সাল জানান, সাড়ে ১০টার পর কলাবাগান থেকে শংকর অভিমুখে বিক্ষোভে নামেন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এখন ওই এলাকার সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন তারা। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে সায়েন্স ল্যাবরেটরি থেকে গাবতলীমুখী মিরপুর রোড, ঝিগাতলা থেকে মোহাম্মদপুরমুখী রোড এবং  নিউমার্কেট ও শাহবাগমুখী সড়কগুলো পুরোপুরি বন্ধ রয়েছে।

উত্তরা হাউস বিল্ডিং এলাকা থেকে আরেক স্টাফ করেসপন্ডেন্ট শেখ জাহাঙ্গীর আলম জানান, উত্তরায় সড়কে বিআরটিসির বড় একটি বাস আড়াআড়িভাবে রেখে বিক্ষোভ করছেন উত্তরা ইউনিভ‍ার্সিটির শিক্ষার্থীরা। এসময় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কুশপুতুলও পোড়াতে দেখা গেছে।

শিক্ষার্থীদের রাস্তায় অবস্থানের কারণে আবদুল্লাহপুর থেকে খিলক্ষেত-কুড়িল পর্যন্ত সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে বলেও জানান তিনি।

এ কর্মসূচির প্রভাবে পুরনো ঢাকাসহ পুরো রাজধানীজুড়েই যান চলাচলে স্থবিরতা নেমে এসেছে বলে জানান করেসপন্ডেন্টরা। তবে তারা এও জানান, শিক্ষার্থীদের আন্দোলনে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্কবস্থানে রয়েছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫/আপডেট ১১১০ ঘণ্টা/আপডেট ১১২৪ ঘণ্টা/আপডেট ১২১৪ ঘণ্টা/আপডেট ১২৩২ ঘণ্টা
এসআই/এসএমএ/এনএ/এনএইচএফ/এসজেএ/এইচএ

** আফতাবনগরে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীদের সড়ক অবরোধ
** ক্যাম্পাসে বিক্ষোভ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের
** শিক্ষার্থীদের অবরোধ আজও, সতর্কাবস্থায় পুলিশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।