ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পদত্যাগপত্র গ্রহণে শিক্ষকদের ২৪ঘণ্টার আল্টিমেটাম

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
পদত্যাগপত্র গ্রহণে শিক্ষকদের ২৪ঘণ্টার আল্টিমেটাম

সিলেট: জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণের জন্য উপাচার্যকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন  সিলেটের শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষকরা।

অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন আন্দোলনরত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’।



সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে এ হুঁশিয়ারি দেন ‌‌আন্দোলনরত শিক্ষকরা।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র মুখপাত্র অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, মঙ্গলবার (১৫ অক্টোবর) ১১টার মধ্যে যদি উপাচার্য আমিনুল হক ভূঁইয়া জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণ না করেন তাহলে কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলনে যাবো আমরা।

তিনি অভিযোগ করেন, উপাচার্য শিক্ষকদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন। তার সঙ্গে আমাদের কাজ করা সম্ভব নয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া বাংলানিউজকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের ১১ দফা নির্দেশনাতেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া আছে।

তাই পদত্যাগপত্র জমা দেওয়া শিক্ষকদের প্রশাসনিক দায়িত্বে যোগদানের আহ্বান জানান তিনি।

উপাচার্যের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগের জন্য পদত্যাগপত্র জমা দিয়েছেন আন্দোলনকারী ৩৫ শিক্ষক।

তবে এ পর্যন্ত মোট ১০জনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন উপাচার্য আমিনুল হক ভূঁইয়া।  

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।