ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাগুরার ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
মাগুরার ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ ৪ দফা দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখা।

রোববার(১৫ নভেম্বর) দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

  

মাগুরা জেলা ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রায়হান আহমেদ শুভর সভাপতিত্বে  মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. বিশ্বাস স্বপন কুমার।

সেখানে আরও বক্তব্য রাখেন সংগঠনের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও সঞ্জিব বিশ্বাস প্রমুখ।

বক্তারা জানান- প্রতিবছর দেশের ৩৪০টি ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্টান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)  থেকে ৮ থেকে ১০ হাজার ডিপ্লোমা মেডিকেল চিকিৎসক বের হয়।

কিন্তু এসব শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা, ইন্টার্ন ভাতার সুযোগ পাচ্ছে না। এ দাবি পূরণের পাশাপাশি তারা ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ম গ্রেডে ডিপ্লোমা মেডিকেল চিকিৎসকদের নিয়োগের দাবি জানান। অনুষ্ঠানে মাগুরা ম্যাটসের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।