ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই ভুয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই ভুয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস এক বছর করে কারাদণ্ড প্রদান করেন।



রোববার (২২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিন্টু মিয়া ওরফে মিঠু (২৫) ও আবুল কালাম ওরফে আকবর (২৬)। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের আবাসিক শিক্ষার্থী।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, তাদেরকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।