ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিক সমাপনী পরীক্ষা

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ১২০৮৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ১২০৮৮ জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলো ১২ হাজার ৮৮জন শিক্ষার্থী। এরমধ্যে ৬ হাজার ১০৪ জন ছাত্রী এবং ৫ হাজার ৯শ’ ৮৪ জন ছাত্র।



রোববার (২২ নভেম্বর)  ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে সবচেয়ে বেশি অনুপস্থিতি ছিল হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৭২২ জন এবং কম অনুপস্থিতি মৌলভীবাজারে ২ হাজার ৩০৯ জন।

এছাড়া সিলেট জেলায় ৩ হাজার ৩০৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭শ’ ৫১ জন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ পরিচালক তাহমিনা খানম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরিক্ষার্থীর সংখ্যা ছিলো ২ লাখ ৩৭ হাজার ২৬৩ জন এবং ইবতেদায়ীতে ১৭ হাজার ৮০৭ জন। এরমধ্যে এক লাখ ১৬ হাজার ৯৯৩ জন ছাত্র এবং এক লাখ ৩৮ হাজার ৭৭ জন ছাত্রী।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।