ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি ছাত্রলীগের হল শাখার সম্মেলন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
রাবি ছাত্রলীগের হল শাখার সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি(রাজশাহী): নেতৃত্ব বিকাশে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন দিতে উপাচার্য ও উপউপাচার্যের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

রোববার(২১ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হল শাখা ছাত্রলীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।



বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইদুল ইসলাম রুবেল।

উদ্বোধকের বক্তব্য রাখেন রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা। সম্মেলনে সভাপতিত্ব করেন নবাব আবদুল লতিফ হল শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর ইসলাম। সঞ্চালনা করেন নবাব আবদুল লতিফ হলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান।

রোববার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আটটি হল শাখার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রোববার বিকেল চারটায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন হল শাখার পদপ্রার্থী নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সম্মেলনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।