ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবি’র ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সম্পন্ন

শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
শেকৃবি’র ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সম্পন্ন

ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৩ ডিসেম্বর) শেকৃবি’র জনসংযোগ কর্মকর্তা বশিরুল ইসলাম এ তথ্য জানান।



তিনি জানান, আগামী শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় মোট ১০টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস:
ভর্তি পরীক্ষায় রোল নম্বর ১০০০১ থেকে ১৩৫০০ পর্যন্ত: উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ১৩৫০১ থেকে ১৫৫০০ পর্যন্ত: রাজধানীর মিরপুর-১০ নম্বর সেক্টরে আদর্শ উচ্চ বিদ্যালয়, ১৫৫০১ থেকে ১৭৩০০ পর্যন্ত: মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ১৭৩০১ থেকে ১৮৮০০ পর্যন্ত: লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ১৮৮০১ থেকে ২১৩০০ পর্যন্ত:  লালমাটিয়া মহিলা কলেজ, ২১৩০১ থেকে ২২৮০৪ পর্যন্ত: মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ২২৮০৫ থেকে ২৩৮১৩ পর্যন্ত: কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ২৩৮১৪ থেকে ২৬২৬৩ পর্যন্ত: মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ২৬২৬৪ থেকে ৩০২৬৩ পর্যন্ত: মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট এবং রোল নম্বর ৩০২৬৪ থেকে ৩২১২৪ পর্যন্ত: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অংশ নেবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) থেকে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

এবছর তিনটি অনুষদে ৫শ’ আসনের বিপরীতে ২২ হাজার ১২৪জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে ৪৪ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে লড়াই করবেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।