ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি পরীক্ষা

গোবিন্দগঞ্জে শিক্ষক ও পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
গোবিন্দগঞ্জে শিক্ষক ও পরীক্ষার্থী বহিষ্কার

গাইবান্ধা: গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থী ও অনিয়মের অভিযোগে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে বাংলা প্রথমপত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।



সূত্র জানায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে গোবিন্দগঞ্জ এমএম মোত্তালিব টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এছাড়া গোলাপবাগ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দায়িত্বরত মোগলটুলি দাখিল মাদ্রাসার শিক্ষক আবু সুফিয়ানকে অনিয়মে সহায়তার অভিযোগে বহিষ্কার করা হয়।

এদিকে, জেলার ৩৫টি কেন্দ্রে এসএসসি ও ৪টি কেন্দ্রে দাখিল পরীক্ষা চলছে। এবার জেলায় মোট ১৭ হাজার ৭৯৯ জন এসএসসি, ২ হাজার ৫৪ জন ভোকেশনাল ও 
৪ হাজার ১২৫ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।