ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি সাংবাদিক সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
জাবি সাংবাদিক সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘অান্ত-সাংবাদিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৬’ শুরু হয়েছে।

সোমবার (পহেলা ফেব্রুয়ারি) বিকেলে সপ্তম ছায়া মঞ্চের সামনে উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন তিনদিন ব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) এর আয়োজন করে।

উদ্বোধনী বক্তব্যে আবুল হোসেন বলেন, পেশাগত দায়িত্বে পাশাপাশি খেলাধূলাতেও পিছিয়ে নেই সাংবাদিকরা। ক্রীড়াঙ্গনে তাদের এমন পদচারণা নতুন শিক্ষার্থীদের সাংবাদিকতা পেশায় আরও উদ্বুদ্ধ করবে।

সমিতির সভাপতি বেলাল হোসাইন রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা অধ্যাপক মো. শাহেদুর রশিদ, প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ, মোছাদ্দেক আলী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি তন্ময় ধর, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি জোবায়ের টিপু, সাধারণ সম্পাদক শেখ রাহাত প্রমুখ।

আগামী বুধাবার খেলা শেষে টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি টিমের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন উপাচার্য ও জাবি সাংবাদিক সমিতির পৃষ্ঠপোষক অধ্যাপক ফারজানা ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজন।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।