ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
বরিশালে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা’- স্লোগানে বরিশালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলার উদ্বোধন হয়েছে।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বরিশাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মাহাবুব এলাহী দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।



বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তাফা কামালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাগরদী পিটি আই ট্রেনিং ইনস্টিটিউটের সহকারী সুপারিন্টেন্ডেন্ট বিএম সানাউল্লাহসহ বরিশালের ১০ উপজেলার প্রাথমিক শিক্ষা, সহকারী শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে মাহাবুব এলাহী বলেন, প্রাথমিক শিক্ষা সব শিক্ষার আলো, ভিত্তি ও মেরুদণ্ড। প্রাথমিক শিক্ষার ভিত্তি নড়বড়ে হলে শিক্ষা নড়বড়ে হবে। তাই মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।

মেলায় বরিশাল সদরসহ ১০ উপজেলার ১০টি স্টলে প্রাথমিক শিক্ষার উপকরণের পসরা সাজানো হয়।

বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।