পবিপ্রবি: নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের এক যুগ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রোববার(০৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বেলুন উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুদ্দিন।
উদ্বোধন শেষে যুগ পূর্তির কেক কাটা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন সিএসই অনুষদের ডিন অধ্যাপক আলী আজগর ভূঁইয়া, পবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিমন, সিনিয়র সহ-সভাপতি শুভ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মিল্টন ও ছাত্রলীগ নেত্রী স্মরণীকা রায় প্রমুখ।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুদ্দিন, সিএসই অনুষদের ডিন আলী আজগর ভূঁইয়া, দুর্যোগ বাবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক আ.ক.ম মোস্তফা জামান, সিএসই অনুষদের শিক্ষক জামাল হোসেন, মনিবুর রহমান, চিন্ময় ব্যাপরী ও আতিকুর রহমান প্রমুখ।
এছাড়াও বিকেলে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সাবেক গ্রাজুয়েটদের নিয়ে স্মৃতিচারণ ও সিএসই অনুষদের শিক্ষার্থীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
পিসি