ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কমলনগরে ২ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
কমলনগরে ২ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবুল আলম তাদের বহিষ্কার করেন।



বহিষ্কার হওয়া দুই শিক্ষার্থীর নাম জানা যায়নি। তবে, তারা হাজিরহাট মিল্লাত একাডেমির ছাত্র বলে জানা গেছে।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, এসএসসি ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকলে হাজিরহাট মিল্লাত একাডেমি কেন্দ্রে দুই শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের জন্য আটক করা হয়। তাৎক্ষণিক তাদের বহিষ্কার করেন ইউএনও মোহাম্মদ মাহবুবুল আলম।

হাজিরহাট মিল্লাত একাডেমি কেন্দ্রের পরিদর্শক ও কমলনগর উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আল আমিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।