রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী ও দুই কর্মচারীকে মারধরের ঘটনায় জড়িত থাকার দায়ে সাময়িক বহিষ্কৃত তিন ছাত্রলীগ নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০১৪ সালের ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় থেকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।
রোববার (০৭ ফ্রেব্রুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, ওই ঘটনার পর উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের বৈঠক হয়। বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। এসময় বোর্ডের সদস্যদের সর্বসম্মতিক্রমে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেন।
তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের আগামী সিন্ডিকেট বৈঠকে এই সুপারিশের অনুমোদনের ব্যাপারে আলোচনা হবে।
২০১৪ সালের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করেন ছাত্রলীগের ওই তিন নেতাকর্মী।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
এসএইচ