ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঝিনাইদহে ৪ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
ঝিনাইদহে ৪ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারানপুর মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালীন নকল করার সময় ধরা পড়ে ওই চার পরীক্ষার্থী।



পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গণি তাদের বহিষ্কারের নির্দেশ দেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো, সদর উপজেলার জিয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র বিপ্লব হোসেন, সাধুহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী তাছলিমা খাতুন, হরিণাকুন্ডু উপজেলার সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্বাধীন আহম্মেদ ও রিশখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র শাকিল হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) উসমান গনি বাংলানিউজকে  জানান, ওই পরীক্ষার্থীদের বহিষ্কার করে তাদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।