জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী রনি হাসানের ওপর দুর্বৃত্তদের হামলায় প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী ইকবাল তীব্র নিন্দা জানিয়ে দুর্বৃত্তদের খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশকে আহ্বান জানান।
এদিকে ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয়বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমরা প্রতিনিয়তই এ ধরনের দুর্ঘটনার সম্মুখীন হলেও বরাবরই পুলিশ প্রশাসনের যথেষ্ট অনীহা দেখা যায়।
তাই শিগগিরই শিক্ষার্থীদের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ-প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
গত সোমবার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার হাইওয়ে থানার পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রনি হাসান আহত হন। বর্তমানে তিনি সাভারের সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
আরএইচএস/এএ