ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মধুপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
মধুপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা কার্যালয়ের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।

শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।



এতে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএইচএম রেজাউল করিম।

অনুষ্ঠানে ফলাফলের দিক থেকে সদর ক্লাস্টারের চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ ও উপকরণের দিক থেকে গোলাবাড়ী ক্লাস্টারকে উপজেলার শ্রেষ্ঠ ক্লাস্টার ঘোষণা করে পুরস্কৃত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।