পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘গিড ডিজিস’ (কৃমির কারণে সৃষ্ট) রোগে আক্রান্ত একটি ছাগলের মাথায় সফল অস্ত্রোপচার করা হয়েছে।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি ক্লিনিকে এ অস্ত্রোপচার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ্বাস এতে নেতৃত্বে দেন।
ড. দিব্যেন্দু বিশ্বাস বলেন, আমরা সফলভাবে মাথায় অপারেশন করে ছাগলের মাথা থেকে সিস্টটি অপসারণ করেছি।
অস্ত্রোপচারের সময় ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির ইন্টার্ণ চিকিৎসকরা ও দশম ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এসআর