ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ‘স্পেশালাইজড মাস্টার্স প্রোগ্রাম’ চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রোগ্রামের উদ্বোধন করেন।
তিনি বলেন, সব শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে মানবকল্যাণ। মানবতা বোধে উদ্বুদ্ধ হয়ে মানব সভ্যতার উন্নয়নে পেশাজীবীদের কাজ করতে হবে। দেশে মানবতাবাদী দক্ষ জনসম্পদ গড়ে তুলতে এই স্পেশালাইজড মাস্টার্স প্রোগ্রাম কার্যকর ভূমিকা পালন করবে।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. তানিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড. এএসএম আতীকুর রহমান, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম এবং অধ্যাপক ড. গোলাম রব্বানী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
এসএ/এটি