জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির (জবিকস) কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে অর্থ ও হিসাব দফতরের উপ-পরিচালক ড. সৈয়দ আহম্মদ ও সাধারণ সম্পাদক পদে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সেকশন অফিসার আলতাফ হোসেন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. সফিকুল ইসলাম এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের উপ-পরিচালক সৈয়দ আলী আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সেকশন অফিসার (গ্রেড-১) মো. শাহিদুল ইসলাম (শামীম), কোষাধ্যক্ষ পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের টেকনিক্যাল অফিসার (গ্রেড-১) মোহাম্মদ খসরু আলম, সহ-কোষাধ্যক্ষ পদে পরিসংখ্যান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মোহাম্মদ ইউনুছ ভূঞা, সাংগঠনিক সম্পাদক পদে ইংরেজি বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মো. আব্দুল খালেক নির্বাচিত হয়েছেন।
প্রচার সম্পাদক পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সেকশন অফিসার (গ্রেড-২) মো. ময়নাল হক, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে কলা অনুষদ, ডিন কার্যালয়ের সেকশন অফিসার (গ্রেড-১) মো. এনামুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজিস্ট্রার দফতরের সেকশন অফিসার (গ্রেড-১) মো. হেদায়েত উল্লাহ (তুর্কি), দফতর সম্পাদক পদে আইন বিভাগের সেকশন অফিসার (গ্রেড-২) মো. কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কার্যকারী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- রেজিস্ট্রার দফতরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাহিদ আলম; জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম; সমাজবিজ্ঞান বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান মো. আবুল কালাম আজাদ; রেজিস্ট্রার দফতরের সেকশন অফিসার (গ্রেড-১) মো. আব্দুল গফ্ফার মিয়া ও মো. সিরাজুল হক শরীফ; অর্থ ও হিসাব দফতরের হিসাবরক্ষণ কর্মকর্তা সঞ্জয় কুমার পাল; পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সেকশন অফিসার (গ্রেড-১) এস এম রুহুল আমিন, অর্থ ও হিসাব দফতরের উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমান এবং সমাজকর্ম বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) মোহাম্মদ আনোয়ার হোছাইন।
নির্বাচনে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর ড. নূর মোহাম্মদ কেন্দ্র পরিদর্শন করেন। উপাচার্য নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু ও সন্তোষজনক বলে অভিহিত করেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন- পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের পরিচালক নুরুল হক মজুমদার। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন- রেজিস্ট্রার দফতরের সহকারী রেজিস্ট্রার এ টি এম শফিকুর রহমান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার (গ্রেড-১) উত্তম কুমার দাস।
এবার একুশটি পদের বিপরীতে দু’টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীসহ মোট চুয়াল্লিশ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। নির্বাচনে ১৬৫ জন ভোট প্রদান করেন।
বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৬
আরএম