দিনাজপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ঘোষণা দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কৃষিবিদ দিবস উপলক্ষে হাবিপ্রবি ক্যাম্পাসে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন তিনি।
এরআগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. আনিস খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফাহিমা খানম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার, মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. ফজলুল হক, জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল গাফফার মিয়া, সহকারী রেজিস্ট্রার মো. সোহেল মাহমুদ, হাবিপ্রবির ছাত্রলীগ নেতা নাহিদ আহমেদ নয়ন, তারেক চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিন বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের গুরুত্ব উপলদ্ধি করে
১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে কৃষিবিদদের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ঘোষণা দেন। এর ফলে মেধাবী শিক্ষার্থীরা কৃষিজ্ঞান অর্জনে আগ্রহী হয়ে ওঠে।
তিনি আরো অধিক গবেষণার মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণসহ দেশের অর্থনীতিতে ভূমিকা পালনে কৃষিবিদদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসআর