ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ‘ইনটেনসিভ ট্রেনিং প্রোগ্রাম অন অ্যাপ্লাইড রিসার্চ মেথডোলজি’ - এর তৃতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার রাশেদ আলম রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ এফ এম সরওয়ার কামাল।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মোঃ আবু সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক ড. কামরুল আলম, মোনাশ ইউনিভার্সিটি’র অধ্যাপক ড. ফিরোজ আলম, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক।
অনুষ্ঠানে বক্তারা রিসার্চ ট্রেনিংয়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, জয়েন্ট রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরএইচএস/আরআই