ঢাকা: মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) স্থাপত্য বিভাগের এক বছর পূর্তি উপলক্ষে ‘স্থাপত্য সপ্তাহ-২০১৬’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর সেনানিবাসস্থ এমআইএসটি’র জেনারেল মুস্তাফিজ মাল্টিপারপাস হলে ৪দিনের এ সেমিনারের উদ্বোধন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এমআইএসটি'র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. আব্দুল কাদির। আর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারের প্রথম দিন স্থাপত্য নকশায় ভূমিকম্প প্রতিরোধী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় ও তৃতীয় দিন প্রদর্শনী চলার পাশাপাশি ২য় বর্ষের ছাত্র-ছাত্রীদের জন্য মডেল তৈরির কলা-কৌশল নিয়ে ওয়ার্কসপ অনুষ্ঠিত হবে।
সেমিনারে অংশ নেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি), হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।
মডারেটর ছিলেন আইএবি-এর প্রেসিডেন্ট স্থপতি প্রফেসর আবু সাইদ এম আহমেদ।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
আরএইচএস/এমএ