গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘ইংলিশ ক্রিকেট টুর্নামেন্ট (ইসিএল)’।
শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ইসিএলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জুবাইর আল মাহমুদ।
প্রতি বছরের ন্যায় ইসিএলের পতাকা উড়লেও এবারের আয়োজনটা একটু ব্যতিক্রম। এবার ইসিএলের আয়োজন করা হয়েছে ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী নাজমুর রফিক লনির স্মরণে। গত বছরের ৩ ডিসেম্বর ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থী চলে যায় না ফেরার দেশে।
এদিকে ইসিএল কমিটির প্রধান মাইনুল ইসলাম সাগর বাংলানিউজকে বলেন, খেলায় ইংরেজি বিভাগের ৬০ জন শিক্ষার্থী নিয়ে চারটি দল গঠন করা হয়েছে। দল চারটি হলো- ইংলিশ রাইডার, ইংলিশ চেলাঞ্জারস, ইংলিশ টাইগার্স ও ইংলিশ ঈগলস।
বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
আরএইচএস/এমজেএফ