ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সালেহা ইমারত ফাউন্ডেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সালেহা ইমারত ফাউন্ডেশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর বাগমারার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ১০৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বাগমারা উপজেলার নিউমার্কেট মিলানায়তনে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।



ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এনামুল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ।

২০১৫ সালে বাগমারা উপজেলার ৭৬টি উচ্চ বিদ্যালয় ও ১২টি মাদ্রাসা থেকে ১ হাজার ১০৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পান। সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৃতি শিক্ষার্থীদের সনদ, শিক্ষা উপকরণ ও সেরা প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

গত ২০০৬ সাল থেকে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছে স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ড. অলীউল আলম, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন আক্তার।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
এসএস/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।