ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যথাযোগ্য মর্যাদায় শাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
যথাযোগ্য মর্যাদায় শাবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শাবিপ্রবি, সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে অমর ২১শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

রোববার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সমাজিক সাংস্কৃতিক সংগঠন।



দিবসটি উপলক্ষে শাবি মিনি অডিটোরিয়ামে ‘ভাষাভিত্তিক সাম্রাজ্যবাদে নবধারার  ঔপনিবেশিকতা: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

শাবি রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনের সঞ্চালনায় এবং অধ্যাপক নিয়াজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক ড. রেজাই করিম খন্দকার, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য এবং স্বাগত বক্তব্য রাখেন তাহমিনা ইসলাম।

অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক আতি উল্লাহ, অধ্যাপক ড. মুশতাক আহমদ, সহকারী অধ্যাপক শুভজিত চৌধুরী, মুর্শেদ আহমদ চৌধুরী, সাদেক আহমদ প্রমুখ।

এর আগে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া, শাবি শিক্ষক সমিতি, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাতীয় ছাত্রদলসহ বিভিন্ন শিক্ষক ফোরাম, বিভাগ এবং সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।

এছাড়াও দিবসটিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কার্টুন, বিতর্ক এবং তথ্যচিত্র প্রর্দশনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।