পবিপ্রবি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রোববার (২১ ফেব্রুয়ারি) আয়োজন করা হয় বক্তৃতা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শামসুদ্দীন।
এদিকে, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের একমাত্র মৌলিক সংগঠন ‘আলোকতরী সাংস্কৃতিক সংগঠন’, উদীচী শিল্পীগোষ্ঠী পবিপ্রবি সংসদ, ঘাসফুল বিদ্যালয়, ভূমি ব্যবস্থাপনা ও প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ০৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ