ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ননএমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ননএমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন চলছে ছবি: পিয়াস- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরও এমপিওভুক্ত করার দাবিতে আমরণ অনশন করছেন শিক্ষকরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ননএমপিওভুক্ত শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিন চলছে।

এ কর্মসূচি চালাচ্ছে ননএমপিওভুক্ত বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ।

সংগঠনটির সভাপতি প্রদীপ চন্দ্র রায় বলেন, গত ১৭ ফেব্রুয়ারি রাত ১০টায় রংপুর জেলায় সৃষ্টপদের শিক্ষক এ কে এম আব্দুল বাতেন বেতন ভাতার দুঃচিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এই পরিপত্রটি বাতিল করে এমপিওভুক্তির নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে। এ অনশনে অংশ নিচ্ছেন ১৫ হাজার শিক্ষক।

বক্তারা বলেন, আমরা শিক্ষামন্ত্রীর কাছে এ বিষয়ে স্মারকলিপি দিয়েছি। কিন্তু শিক্ষামন্ত্রী তার দায় অর্থমন্ত্রণালয়ের ওপর চাপিয়ে দিয়েছেন। আমাদের সমস্যা নিরসন হচ্ছে না। যতোদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততোদিন পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক এনামুল হক, সাংগাঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, রেজাউল করিম, আমিনুর রহমান, ইলা মন্ডল, মানছুরা জামান, কামরুন নাহার বেবী, আনোয়ার হোসেন, তপন কুমার সেন, হাশেম আলী, জহুরুল হক, শাহিনুর, আবু হানিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ইউএম/এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।