ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ফাঁপোর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বগুড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ফাঁপোর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

বগুড়া: বগুড়ার সদর উপজেলার ফাঁপোর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউর রহমান, অ্যাডভোকেট ইসরাফিল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম হক ঠান্ডু, সাবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক তাছলিমা খাতুন, সেলিনা খাতুন, রেজিনা আক্তার, সাজু মণ্ডল, আনওয়ারুল হক, বিলকিস বানু, রাব্বিয়ল হাসান, জিল্লুর রহমান, এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমবিএইচ/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।