ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

শিক্ষার্থীদের জিম্মি করে পরীক্ষায় বাধা প্রদানের চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
শিক্ষার্থীদের জিম্মি করে পরীক্ষায় বাধা প্রদানের চেষ্টা

সিলেট: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে পরীক্ষায় বাধা প্রদানের চেষ্টা করেছে বিভিন্ন মামলায় বহিষ্কৃত ওই বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী। ফলে উত্তেজনা দেখা দেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।



সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবির কর্মী অন্তর হাসান, হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নামধারী জাফর আহমদ, রুবেল আহমদ, শাকুর আহমদ জনিসহ বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থী ক্যাম্পাস ফটকে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষায় প্রবেশে বাধা দেয়।

এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাদের সরিয়ে দিতে চাইলে তারা ওই শিক্ষকের সাথে অসদাচরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক তারেক উদ্দিন তাজ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু সংখ্যক সাবেক শিক্ষার্থী পরীক্ষা বাধাগ্রস্ত করতে ফটকে অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আটকে রেখেছিলো। পরে পুলিশি হস্তক্ষেপে তারা সরে যায়।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এনইউ/এএএন/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।