ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রায়পুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
রায়পুরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে ১২৬ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও নদগ টাকা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে রায়পুর উপজেলার বামনীর কে এস পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আবুল হাশেম স্মৃতি কল্যাণ ট্রাস্ট এ আয়োজন করে।



বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হাসনাত সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল খোকন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, বামনী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জাল হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ কামাল পাটোয়ারী প্রমুখ।

এসময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।