ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির অধ্যাপক ড. শামছুল আলমের বাবার মৃত্যু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
জাবির অধ্যাপক ড. শামছুল আলমের বাবার মৃত্যু প্রতীকী ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলমের বাবা মো. গাজিয়ার রহমান মারা গেছেন। ইন্নালিল্লাহে-----রাজিউন।



শনিবার (১২ মার্চ) সকাল ৭টায় দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর।

তিনি বিগত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন। মো. গাজিয়ার রহমান গাইবান্ধার ট্রেজারী অফিসের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক ছিলেন।

মৃত্যুকালে মরহুম গাজিয়ার রহমান এক ছেলে, চার মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 
মো. গাজিয়ার রহমান জাবির ক্যাম্পাসে তার ছেলে অধ্যাপক ড. শামছুল আলমের বাসায় থাকতেন। সকাল দশটায় মরহুমের প্রথম নামাজে জানাজা উপাচার্যের বাসভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,অফিসার, কর্মচারী, ছাত্র ও অন্যান্য পরিচিতজনরা জানাজায় অংশ নেন।

মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা নিজ বাড়ি গাইবান্ধার বাসুদেবপুরে অনুষ্ঠিত হবার পর গাইবান্ধার কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ওএইচ/আরআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।