জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ।
তিনি বলেন, যুক্তিবাদী ও মননশীল মানুষ গঠনে বির্তকের অনবদ্য ভূমিকা রয়েছে। জেইউডিওয়ের সহযোগিতায় এ নবীনরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে।
সংগঠনটির সভাপতি শেখ রাহাত রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অধ্যাপক এ টি এম আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. শাহীনুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কৌশিক আজাদ প্রণয়, কর্মশালার আহ্বায়ক কারিমুজ্জামান সানি প্রমুখ।
দিনব্যাপী আয়েজনের মধ্যে ছিলো উপস্থাপনা ও বিতর্কের ওপর কর্মশালা, প্রদর্শনী বিতর্ক, নবীনদের জন্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
কর্মশালায় উপস্থাপনার ওপর প্রশিক্ষণ দেন সময় টেলিভিশনের সংবাদ উপস্থাপক ও জেইউডিওয়ের সাবেক সহ-সভাপতি জাফর সাদিক, বিতর্ক ও ক্যারিয়ারের ওপর প্রশিক্ষণ দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ও জেইউডিওয়ের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক (ইংরেজি বিতর্ক) সাখাওয়াত জামিল সৈকত।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
ওএইচ/টিআই