ময়মনসিংহ: মহান মুক্তিযুদ্ধের দুলর্ভ ১২০টি ছবি নিয়ে বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি’র (বাউপিএস) দিনব্যাপী প্রদর্শনী আগামী শনিবার (২৬ মার্চ) অনুষ্ঠিত হবে। এসব ছবির বেশিরভাগই আন্তর্জাতিক পদকপ্রাপ্ত।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন অডিটোরিয়ামের মুক্তমঞ্চে ওইদিন সকাল ৯টায় এ উন্মুক্ত প্রদর্শনীর উদ্বোধন করবেন উপাচার্য ড. আলী আকবর। এ প্রদর্শনী চলবে রাত ৮টা পর্যন্ত।
মুক্তিযুদ্ধ চলাকালে দেশ-বিদেশের বিখ্যাত আলোকচিত্রীশিল্পীরা এসব ছবি ক্যামেরাবন্দি করেন। তারা হলেন- স্যার নাইবুদ্দিন আহমেদ, মো. সাফি, রশিদ তালুকদার, মঞ্জুরুল আলম বেগ, সায়েদা খানম, রঘু রায়, কিশোর পারেক, ব্রুনো বার্ভে, মালিন, সিলভার স্টোন, রেয়মন্ড, ডিপারডন, ডন, ম্যাককালিন ও আব্বাস আক্তার।
বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি’র (বাউপিএস) সাংগঠনিক সম্পাদক জিকরুল হাকিম জানান, লিবারেশন ওয়ার ই-আর্কাইভ, ম্যাগনাম ফটোস, মেজরিটি ওয়ার্ল্ড, গ্রিক ইমেজেস, টাইমস ম্যাগাজিন, এ ব্রিউটাল বার্থ অব বাংলাদেশ বাই কিশোর পারেক, বাংলাদেশ: দ্য প্রাইস অব ফ্রিডম বাই রঘু রায়, বাংলাদেশ বাই নাইবুদ্দিন আহম্মেদসহ নানা সোর্স থেকে এসব দুর্লভ ছবি সংগ্রহ করা হয়েছে।
দিনব্যাপী এ প্রদর্শনীর মিডিয়া পার্টনার জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
এএসআর