ঢাকা: ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইবি) ১৭তম সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রাষ্ট্রপতি ও ইউনিভার্সিটির আচার্য মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে তিনি সমাবর্তনের উদ্বোধন ঘোষণা দেন।
সমাবর্তনটি সরাসরি সম্প্রচার করছে ইউনিভার্সিটির ইউটিউব চ্যানেল।
সমাবর্তনে ১৩৮৮ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হবে। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সোয়া ১১টায় সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়েছে।
সমাবর্তনে আইইবি’র শিক্ষক, ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবক, শিক্ষাবিদ, সুশীল সমাজ এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত আছেন।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসএ/এএসআর