সিলেট: বকেয়াসহ নতুন পে-স্কেল প্রদানের দাবিতে প্রধানমন্ত্রীর বরাবারে স্মারকলিপি দিয়েছেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট সিলেট বিভাগীয় কমিটি।
বৃহস্পতিবার (২৪ মার্চ)দুপুরে স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এমডি আল আমিন।
স্মরকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ঘোষিত নতুন পে-স্কেল ঘোষণার পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভূক্ত করা হয়। কিন্তু সরকারি কর্মকর্তা-কর্মচারিরা নতুন পে-স্কেলে বেতন ভাতা পেলেও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এখনও এই সুবিধা থেকে বঞ্চিত। এতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে।
চলতি মার্চ মাস পর্যন্ত বেতনের সঙ্গে নতুন পে-স্কেল সংযোজন করে বকেয়া প্রদানের দাবি জানান।
জাতীয় শিক্ষক ফ্রন্টের পক্ষে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন- সংগঠনের বিভাগীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট মহানগর কমিটির সভাপতি আবদুল জলিল, সুবল চন্দ্র দাস, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখারসভাপতি আব্দর রহিম, সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন বেলাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এনইউ/বিএস