জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলা সংসদের উদ্যোগে ৭ দিনব্যাপী স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলা বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে গৌরবান্বিত করেছে। পুঁথিগত বিদ্যার বাইরে সৃজনশীল কাজ করে তারা বিশ্ববিদ্যালয়ের ভাব অক্ষুণ্ন রেখেছে। তিন বছরের প্রয়াসে বাংলা বিভাগ এ বইমেলাকে যে পর্যন্ত এগিয়ে নিয়েছে, আমি আশা করি তা আরো সমৃদ্ধ হবে।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খয়ের, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহম্মদ কামরুল আহছান, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা, বিভাগীয় সভাপতি অধ্যাপক এ এস এম আবু দায়েন, বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি, অধ্যাপক মো. খালেদ হোসাইন, অধ্যাপক শামীমা সুলতানা প্রমুখ।
সকাল থেকে এ বইমেলায় দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। মেলায় আসা ইতিহাস বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী মিতু বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে বইমেলা হচ্ছে, এটা আসলেই খুব আনন্দের বিষয়। আমরা যারা বইপড়ুয়া আছি, তাদের জন্য এ মেলা বিশাল এক সুযোগ তৈরি করে দিয়েছে।
বাংলা সংসদের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ত্বহা বলেন, তৃতীয় বারের মতো আমরা এ বইমেলার আয়োজন করেছি। এ মেলা এক দিকে যেমন মেধা-মনন বিকাশে সহায়তা করবে, তেমনি বইয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে।
মেলায় বাংলা একাডেমি, প্রথমা প্রকাশন, কথা প্রকাশ, একাডেমি প্রেস অ্যান্ড পাবলিশার্স লাইব্রেরি, পাঞ্জেরী, সাইফুরর্স, মনন প্রকাশ, অক্ষর প্রকাশনী, অনিন্দ্য প্রকাশ, শোভা প্রকাশ, তাম্রলিপি, হাওলাদার প্রকাশনী, চিহ্ন, সতেন্বেষণ, চিরকুট, বিশ্বসাহিত্য ভবন, দি স্কাই পাবলিশার্স, রকমারি.কম, অঙ্কুর প্রকাশনী, কথামেলা প্রকাশন, চৈতন্য প্রকাশনসহ বিভিন্ন প্রকাশনীর স্টল রয়েছে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলা উপলক্ষে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়
শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় সংগীত পরিবেশন করবেন সাজেদ ফাতেমী (নকশীকাঁথা)।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
আরএম