ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

স্বাধীনতা দিবস উপলক্ষে ইউল্যাবে প্রদর্শনী ও আলোচনা সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
স্বাধীনতা দিবস উপলক্ষে ইউল্যাবে প্রদর্শনী ও আলোচনা সভা ছবি: সংগৃহীত

ঢাকা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডির নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন করা হয়।



ইউল্যাব উপাচার্য প্রফেসর ইমরান রহমান প্রদর্শনীর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম, উপ-উপাচার্য ডক্টর এইচ. এম. জহিরুল হক এবং ইউল্যাবের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম।

অধ্যাপক রফিকুল ইসলাম তার বক্তব্যে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পড়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিষয়ে জানার গুরুত্বআরোপ করেন।

বিকেলে ইউল্যাব অডিটোরিয়ামে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। যাতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

পরে দ্বিতীয় পর্বে ইউল্যাব সংস্কৃতি সংসদের সদস্যদের অংশগ্রহণে মুক্তযুদ্ধ ভিত্তিক গান ও নৃত্য পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।