ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি’র ৪৪তম ব্যাচের বর্ষপূর্তি উদযাপন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
জাবি’র ৪৪তম ব্যাচের বর্ষপূর্তি উদযাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘একতার বন্ধনে থাকবো মোরা একসাথে’- স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা প্রথম বর্ষপূতি উদযাপন করেছেন।

সোমবার (২৮ মার্চ) ইতিহাস বিভাগ থেকে ৠালির মধ্য দিয়ে বর্ষপূর্তির কর্মসূচি শুরু হয়।

পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ৠালি নিয়ে ব্যান্ড বাজিয়ে রং মেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে।

বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ইতিহাস বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী মাহবুব আলম বাংলানিউজকে বলেন, আমরা এদিনে সবুজের এ রাজধানীতে এসেছিলাম। আজকে একবছর পর আবার ঘুরে এলো সে দিনটি। আজ আমরা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে বরণ করে নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।