রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা, প্রক্টর ও জনসংযোগ দপ্তরের প্রশাসক পদে পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী উপাচার্যের আদেশবলে প্রশাসনিক গুরুত্বপূর্ণ এই তিন পদে নতুনদের দায়িত্ব দেওয়া হয়।
রাবির অতিরিক্ত রেজিস্ট্রার ড. শেখ সাদ আহমেদ বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে উপাচার্য এক আদেশের মাধ্যমে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খানকে প্রক্টর, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানকে (২) ছাত্র উপদেষ্টা ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মশিহুর রহমানকে জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে নিয়োগ দেন।
আগামী ১ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
তবে ১ এপ্রিল দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও ওইদিন শুক্রবার হওয়ায় ৩১ মার্চ বৃহস্পতিবার দুপুরে নতুনরা দায়িত্ব নেবেন।
২০১৩ সালের ২১ মার্চ থেকে গত তিন বছর ধরে ছাত্র উপদেষ্টা পদে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছাদেকুল আরেফিন, প্রক্টর পদে রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ইলিয়াছ হোসেন দায়িত্ব পালন করে আসছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
এসআর