ঢাকা: অভিভাবকের সঙ্গে তর্কাতর্কির জের ধরে বহিষ্কার হওয়া বাড্ডার স্যার জন উইলসন স্কুলের দুই শিক্ষার্থীকে নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করে স্কুল কর্তৃপক্ষের চিঠির কার্যকারিতাও স্থগিত করেছেন উচ্চ আদালত।
ওই অভিভাবকের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ মার্চ) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী সূত্রে জানা গেছে, দুই শিক্ষার্থীর বাবা মিনহাজ আহমেদ গত ১০ মার্চ তার ছেলে ও মেয়েকে স্কুল থেকে আনতে যান। ওই সময় স্কুলের কর্মচারী ও স্কুল ভবন নির্মাণের প্রকল্প পরিচালকের সঙ্গে মাঠ নিয়ে তর্কাতর্কি হয় তার।
পরে মিনহাজ বাসায় ফেরার পর ওই দিন বিকেলেই স্কুল কর্তৃপক্ষ চিঠি দিয়ে তার দুই সন্তানকে বহিষ্কারের কথা জানায়।
পরবর্তীতে মিনহাজ আহমেদ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও বহিষ্কারাদেশ প্রত্যাহার করেনি কর্তৃপক্ষ। এরপর ২৪ মার্চ হাইকোর্টে রিট আবেদন করা হয়।
আবেদনের পক্ষে অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভূঁইয়া ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ শুনানি করেন।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
ইএস/এএসআর