ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের জ্ঞানের ইতিবাচক ব্যবহার শেখাতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
শিক্ষার্থীদের জ্ঞানের ইতিবাচক ব্যবহার শেখাতে হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: শিক্ষার্থীদের জ্ঞানের ইতিবাচক ব্যবহার শেখাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম।

তিনি বলেন, জ্ঞানের নেতিবাচক ব্যবহারও হয়ে থাকে, তবে আমাদের শিক্ষার্থীদের জ্ঞানের ইতিবাচক ব্যবহার শেখাতে হবে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে ময়মনসিংহের ত্রিশালে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের স্টুডিও থিয়েটার হলে ‘ইনসেপশন ওয়ার্কশপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. রশিদুন নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইউনিট (আইকিউএইউ)-এর প্রধান অধ্যাপক ড. মেজবাহউদ্দীন আহমেদ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হেকেপ)-এর আওতায় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইউনিট (আইকিউএইউ)-এর প্রধান প্রফেসর ড. মেজবাহউদ্দীন আহমেদ বলেন, ‘আমাদের শিক্ষার মান ভালো না খারাপ সেটা বিষয় না। বিষয় হলো আমাদের শিক্ষার মান যেখানেই থাক সেখান থেকে আরও উন্নত করা সম্ভব। এজন্য আমাদের দুর্বলতাগুলো আগে চিহ্নিত করে তা দূর করতে হবে। ’

বাংলাদেশ সময় ১৮২৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
‌এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।