ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি’র ডিন নির্বাচন ৩০ এপ্রিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
জাবি’র ডিন নির্বাচন ৩০ এপ্রিল

সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের (জাবি) বিভিন্ন অনুষদের ডিন নির্বাচন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সোমবার (০৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও আসন্ন নির্বাচনের রিটার্নিং অফিসার আবু বকর সিদ্দিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (০৫এপ্রিল) নির্বাচনের পুরো তফসিল ঘোষণা করা হবে। ১৯৭৩ এ্যাক্টের ২৬ এর ৫ ধারা অনুযায়ী বিভিন্ন অনুষদের ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম রিটার্নিং কর্মকর্তা হিসেবে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিককে নিয়োগ দিয়েছেন।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামছুল আলম সেলিম বাংলানিউজকে বলেন, গণতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে এর আগে আমরা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে এক সপ্তাহের মধ্যে ডিন, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটি নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছিলাম।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।