ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চার দফা দাবিতে রাবি উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
চার দফা দাবিতে রাবি উপাচার্যকে ছাত্রলীগের স্মারকলিপি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে মারধরের ঘটনায় তিন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ চার দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা।

 

শনিবার (০৯ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিনের কাছে তারা স্মারকলিপি জমা দেন।

এতে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যার সঙ্গে জড়িত শিবির ক্যাডারদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার, সাধারণ শিক্ষার্থীদের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং জামায়াত-শিবিরের হামলায় আহত ছাত্রলীগ নেতাকর্মীদের চিকিৎসার জন্য আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা, রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজীব প্রমুখ।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু আগামী ১১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালনের ঘোষণা দেন।

এর আগে ২০১৪ সালের ২৮ আগস্ট চাঁদা না পেয়ে রাবির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীরকে মারধর করেন ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সহ-সভাপতি তন্ময়ানন্দ অভি ও শহীদ হবিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি মামুন-অর-রশীদ।

এবছর ২৯ মার্চ সিন্ডিকেট সভায় হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এসএস/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।