জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: শিক্ষার্থীদের দাবি মেনে মিরপুর রুটে বাস চালু করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।
রোববার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে মিরপুর রুটে বাস চালুর দাবিতে ট্রান্সপোর্ট ঘেরাও ও বিক্ষোভ মিছিল করে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।
জাবি পরিবহনের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. এমদাদুল হক ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা এসে বাস ছেড়ে দেওয়ার জন্য বিক্ষোভকারী শিক্ষার্থীদের অনুরোধ করলে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান।
অধ্যাপক মো. এমদাদুল হক বিশ্ববিদ্যালয় প্রক্টর উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেনকে বিষয়টি অবহিত করেন। পরে উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে সোমবার (১১ এপ্রিল) সকাল ৭টায় মিরপুর থেকে ক্যাম্পাস ও বিকেল ৩টায় ক্যাম্পাস থেকে মিরপুর বাস চালুর অনুমতি দেন। উপ-উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেন।
এর আগে ৬ এপ্রিল (বুধবার) একই দাবিতে উপাচার্য রবারব স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৬
ওএইচ/আইএ