ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের নববর্ষ বরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের নববর্ষ বরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪২৩ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. এ. খালেক। বিশেষ অতিথি ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান-২ মো. নজরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াস উদ্দিন আহমদ বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

স্বাগত বক্তব্য রাখেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ. কে. এম. আশরাফুল হক, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. হাবিবুর রহমান, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর শেখ হাসানুজ্জামান এবং স্কুল অব বায়োলজিক্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. এ. জে. এম. ওমর ফারুক। বর্ষবরণ অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে দেশ বরেণ্য শিল্পীরা অংশ নেন। অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।