ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যবিপ্রবিতে উচ্চ শিক্ষার মান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
যবিপ্রবিতে উচ্চ শিক্ষার মান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশলা 

যশোর: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উচ্চ শিক্ষার মান নিশ্চিতকরণ বিষয়ক কর্মশলা অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতায় যবিপ্রবি গ্যালারিতে এ কর্মশলা অনুষ্ঠিত হয়।

 

যবিপ্রবির ইনস্টিটিউশন কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক ড. মো. জিয়াউল আমিনের সভাপতিত্বে কর্মশলায় প্রধান অতিথি ছিলেন- যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুস সাত্তার।  

এতে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির উচ্চ শিক্ষার মান উন্নয়ন (হেকেপ) এর কোয়ালিটি এস্যুরেন্স সেলের প্রধান প্রফেসর ড. মেসবাউদ্দিন আহমেদ, কোয়ালিটি এস্যুরেন্স সেলের বিশেষজ্ঞ প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী, প্রফেসর ড. আবুল কাশেম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর সহকারী পরিচালক প্রফেসর ড. সরোয়ার জাহান।  

কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।