ধুনট (বগুড়া): মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের পাঠ্যভাস উন্নয়ন কর্মসূচির আওতায় গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতার বই পুরস্কার পেয়েছে বগুড়ার ধুনট উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৯৬ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের হল রুমে সেকেন্ডারি অ্যাডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস অ্যানহাসমেন্ড প্রজেক্টের (সেকায়েপ) উদ্যেগে এ বই উপহার দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাস্তবায়নে শিক্ষার্থীদের মধ্যে এ বই বিতরণের উদ্বোধন করেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরে আলম।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি মহসিন আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, প্রভাষক আনিছুর রহমান, সহকারী প্রধান শিক্ষিকা জাহানারা খাতুন, সহকারী শিক্ষক দিলিপ কুমার, আব্দুল মজিদ, জাহাঙ্গীর আলম, প্রভাষক মোকছেদুল হাসান, জিয়াউল হক, শিক্ষক ইবনে সউথ জনি, গ্রন্থাগারিক রুবিনা আকতার ও সেকায়েপ কর্মকর্তা সজিবুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
আরবি/