বাকৃবি (ময়মনসিংহ): বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে র্যালি, বৃক্ষরোপণ, চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
সকালে বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে জাতীয় পতাকা উত্তোলন ও সাদা পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন খান।
এসময় অনেকের মধ্যে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী ও প্রতিষ্ঠা দিবস বাস্তবায়ন উপ-কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন ভারপ্রাপ্ত উপাচার্য।
এরপর শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের পাশে বৃক্ষরোপণ করা হয় এবং মুক্তমঞ্চে কৃষকদের মধ্যে চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৬
আরবি/এসআই