ঢাকা বিশ্ববিদ্যালয়: যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
শনিবার (২৭ আগস্ট) জাতীয় কবির ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত হবে।
এ উপলক্ষে ওইদিন বাদ ফজর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কোরানখানি অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৭টায় কলা ভবন প্রাঙ্গণে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা জমায়েত হবেন। সেখান থেকে তারা সকাল ৭টা ১৫ মিনিটে উপাচার্যের নেতৃত্বে শোভাযাত্রাসহ কবির সমাধিতে গিয়ে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। পরে কবির সমাধি প্রাঙ্গণে উপাচার্যের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি পরিচালনা করবেন বাংলা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. বেগম আকতার কামাল।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, আগস্ট, ২০১৬
এসএনএস